Search Here

আউটসোর্সিংয়ের জগতে নতুনদের কাজ পাওয়ার কিছু ট্রিকস এবং টিপস

পোস্টঃ আউটসোর্সিংয়ের জগতে নতুনদের কাজ পাওয়ার কিছু ট্রিকস

আউটসোর্সিংয়ের কাজ করেন এমন অনেকেই আছেন, যাঁরা ওডেস্ক ডট কমে চার-পাঁচটা কাজের আবেদন করেই কাজ (জব) পেয়ে যায়। আবার কেউ কেউ ১০০টা আবেদন করেও কাজ পান না। এটা অনেকটা নির্ভর করে আপনি কত কম পারিশ্রমিকে (ডলার) আবেদন করেছেন, তার ওপর। নতুন যাঁরা ওডেস্কের মাধ্যমে কোম্পানি হিসেবে আউটসোর্সিংয়ের কাজ করছেন বা করতে চান, তাঁদের জন্য কিছু পরামর্শ দেওয়া হলো নিচে—

১. যেসব কাজদাতা বা বায়ারের লেনদেন পদ্ধতি পরীক্ষিত (পেমেন্ট মেথড ভেরিফায়েড) হয় না, সেসব বায়ারের জবে আবেদন করবেন না। কারণ, কোনো কনট্রাকটরকে কাজ দিতে গেলে বায়ারের লেনদেন পদ্ধতি পরীক্ষিত থাকতে হয়।

২. কোনো একটা কাজ প্রকাশ (জব পোস্ট) করার পর যত তাড়াতাড়ি সেটিতে আবেদন করবেন ততই ভালো।

৩. আপনি যত বেশি সময় অনলাইনে (ওডেস্কে) থাকবেন, ততই আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ, কিছু কিছু জব আছে যেগুলো প্রকাশ করার সঙ্গে সঙ্গে মানে এক দুই ঘণ্টার মধ্যেই করে জমা দিতে হয়। যেমন ফেসবুকে বা অন্য কোনো সাইটে ভোট দেওয়া এবং কিছু ভোট সংগ্রহ করে দেওয়া বা হঠাৎ করে কোন ওয়েবসাইটে সমস্যা হয়েছে, তা ঠিক করে দেওয়া ইত্যাদি।

৪. কাজেই শুরুতে বেশি সময় অনলাইনে থাকার চেষ্টা করুন, যাতে বায়ার আপনাকে কোনো মেসেজ দিলে সঙ্গে সঙ্গে তার রিপ্লাই দিতে পারেন। তাহলে বায়ার বুঝতে পারবে, আপনি কাজের প্রতি কতটা আন্তরিক।

৫. ওডেস্কে দেখবেন, প্রতি মিনিটে নতুন নতুন জব পোস্ট করা হচ্ছে সেগুলোতে আবেদন করুন। যেসব জবে কোনো কনট্রাকটরকে ইন্টারভিউ নেওয়া হয়েছে, সেসব জবে আবেদন না করাই ভালো। নিচের ছবিতে দেখুন, ছবির নিচের অংশে ডান পাশে Interviewing: 1লেখা আছে। অর্থাৎ এই জবে একজন কনট্রাকটরের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। বায়ার যদি তার পছন্দের কনট্রাকটর পেয়ে যায়, তাহলে আর অন্য কনট্রাকটরদের প্রোফাইল দেখবে না।

==============================================================

বিনামূল্যে বানান নিজের ওয়েবসাইট

পেশাদার ওয়েবসাইট আর ডোমেইন নামের পেছনে ছুটতে গেলে আপনার বেশ কিছু অর্থ খরচ হতে পারে। তবে কোনো অর্থ খরচ না করেও আপনি নিজের জন্য ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন। নিজের ওয়েবসাইট তৈরি করতে আপনাকে প্রযুক্তিতে খুব বেশি দক্ষ হতে হবে না। নিজস্ব ওয়েবসাইট তৈরিতে আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দের হোস্টকে। বিনা মূল্যে আপনাকে ওয়েবসাইট তৈরিতে সুযোগ দিচ্ছে এমন কয়েকটি জনপ্রিয় ওয়েব হোস্টিং হচ্ছে, ‘অ্যাবাউট ডট মি’, ‘ফ্লেভারস ডট মি’, ‘ফ্লোর ডটকম’, ‘ডুইড ডটকম’, ‘উইবলি ডটকম’, ‘ইয়োলা ডটকম’, ‘জোহো’, ‘অক্টোমবি ডটকম’ প্রভৃতি।

ওয়েবসাইট তৈরির জন্য যেতে পারেন অ্যাবাউট ডট মি ওয়েব হোস্টিংয়ে। এখানে আপনার ওয়েবসাইট তৈরি করলে সার্চ ইঞ্জিনে আপনার হোমপেজ দেখা যাবে। এ ওয়েবসাইটে আপনার জীবনী দেখাতে পারবেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর সঙ্গে এ ওয়েবসাইটের সংযোগ দেখাতে পারবেন। এ ছাড়া আপনার পছন্দ অনুযায়ী এ ওয়েবসাইটটিকে সাজিয়ে নিতেও পারবেন। এ ওয়েবসাইট তৈরি করতে খুব বেশিক্ষণ সময়ও লাগবে না। আপনার ওয়েবসাইটের ভিজিটররা আপনার ওয়েবসাইটে মন্তব্য করতে বা সরাসরি আপনাকে মেইল করতে পারবেন। এমনকি ওয়েবসাইটে আপনার ভিজিটরের সংখ্যার পরিসংখ্যানও জানতে পারবেন আপনি।

অ্যাবাউট ডট মির মতোই অন্যান্য ওয়েব হোস্টিংয়েও আপনি খুব সহজেই আপনার তথ্য দিয়ে বিনা মূল্যের ওয়েবসাইট পেতে পারেন।

মোবাইল ফোনসেট ব্যবহারকারীদের জন্যও রয়েছে বিনা মূল্যে ওয়েবসাইট তৈরির সুযোগ।


ফ্রি Payoneer মাস্টার কার্ড। যাদের লাগবে তারা এদিকে আসুন। না দেখলে সত্যি মিস করবেন।

মাস্টার কার্ডের মধ্যে Payoneer খুবই জনপ্রিয়। তাই তাদের সার্ভিস আরো জনপ্রিয় করার জন্য একটা নতুন অফার চালু করেছে। এই নতুন অফারের মাধ্যমে আপনি একটা ফ্রি মাস্টার কার্ড পাবেন। মাস্টার কার্ড পাওয়ার পর আপনার প্রথম $100 ডলার রিচারজ করা মাত্র $25 ডলার পাবেন বোনাস হিসেবে। এই কার্ড দ্বারা আপনি অনলাইনে শপিং সহ আরো অনেক সুবিধা উপভোগ করতে পারবেন। যে কোন সময় যে কোন এটি এম বুথ থেকে টাকা তুলতে পারবেন।

আপনি সরাসরি Payoneer মাস্টার কার্ড এর জন্য আবেদন করতে পারবেননা। আপনি freelancer বা odesk এর মাধ্যমে আবেদন করতে পারবেন। কিন্তূ এই অফার এর মাধ্যমে আপনি সরাসরি Payoneer এর কাছ থেকে মাস্টার কার্ড পাবেন।

আপনি যদি মনে করেন সরাসরি http://www.payoneer.com এ গিয়ে রেজিস্ট্রেশান করবেন তাহলে চেষ্টা করে আসুন ।

মাস্টার কার্ডের জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন

অবশ্যই আপনারা নিঃসন্দেহে রেজিস্ট্রেশান করতে পারেন। বাংলাদেশ এই অফারের অন্তর্ভুক্ত আছে। রেজিস্ট্রেশান এর সময় আপনার সঠিক তথ্য দিন। কারণ Payoneer account verify করার ক্ষেত্রে আপনার জাতীয় পরিচয় পত্র, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট স্ক্যান করে আপলোড করতে হবে।

রেজিস্ট্রেশান করতে কোন সমস্যা হলে কমেন্ট এ লিখতে পারেন।

নতুনদের কাজ পাওয়ার কিছু টিপস (আউটসোর্সিং)

আউটসোর্সিংয়ের কাজ করেন এমন অনেকেই আছেন, যাঁরা ওডেস্ক ডট কমে চার-পাঁচটা কাজের আবেদন করেই কাজ (জব) পেয়ে যায়। আবার কেউ কেউ ১০০টা আবেদন করেও কাজ পান না। এটা অনেকটা নির্ভর করে আপনি কত কম পারিশ্রমিকে (ডলার) আবেদন করেছেন, তার ওপর। নতুন যাঁরা ওডেস্কের মাধ্যমে কোম্পানি হিসেবে আউটসোর্সিংয়ের কাজ করছেন বা করতে চান, তাঁদের জন্য কিছু পরামর্শ দেওয়া হলো নিচে—

১. যেসব কাজদাতা বা বায়ারের লেনদেন পদ্ধতি পরীক্ষিত (পেমেন্ট মেথড ভেরিফায়েড) হয় না, সেসব বায়ারের জবে আবেদন করবেন না। কারণ, কোনো কনট্রাকটরকে কাজ দিতে গেলে বায়ারের লেনদেন পদ্ধতি পরীক্ষিত থাকতে হয়।

২. কোনো একটা কাজ প্রকাশ (জব পোস্ট) করার পর যত তাড়াতাড়ি সেটিতে আবেদন করবেন ততই ভালো।

৩. আপনি যত বেশি সময় অনলাইনে (ওডেস্কে) থাকবেন, ততই আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ, কিছু কিছু জব আছে যেগুলো প্রকাশ করার সঙ্গে সঙ্গে মানে এক দুই ঘণ্টার মধ্যেই করে জমা দিতে হয়। যেমন ফেসবুকে বা অন্য কোনো সাইটে ভোট দেওয়া এবং কিছু ভোট সংগ্রহ করে দেওয়া বা হঠাৎ করে কোন ওয়েবসাইটে সমস্যা হয়েছে, তা ঠিক করে দেওয়া ইত্যাদি। কাজেই শুরুতে বেশি সময় অনলাইনে থাকার চেষ্টা করুন, যাতে বায়ার আপনাকে কোনো মেসেজ দিলে সঙ্গে সঙ্গে তার রিপ্লাই দিতে পারেন। তাহলে বায়ার বুঝতে পারবে, আপনি কাজের প্রতি কতটা আন্তরিক।

৫. ওডেস্কে দেখবেন, প্রতি মিনিটে নতুন নতুন জব পোস্ট করা হচ্ছে সেগুলোতে আবেদন করুন। যেসব জবে কোনো কনট্রাকটরকে ইন্টারভিউ নেওয়া হয়েছে, সেসব জবে আবেদন না করাই ভালো। নিচের ছবিতে দেখুন, ছবির নিচের অংশে ডান পাশে Interviewing: 1লেখা আছে। অর্থাৎ এই জবে একজন কনট্রাকটরের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। বায়ার যদি তার পছন্দের কনট্রাকটর পেয়ে যায়, তাহলে আর অন্য কনট্রাকটরদের প্রোফাইল দেখবে না।