Search Here

পেপাল অ্যাকাউন্টের সহজ ব্যবহার


ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের আয়ের অর্থ আনার অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে পেপাল। কাজের প্রয়োজনে অনেকেই আছেন, যাঁরা প্রয়োজনে অন্য দেশের নাম ব্যবহার করে পেপাল অ্যাকাউন্ট খোলেন এবং ব্যবহার করেন। কিন্তু একটি নির্দিষ্ট সময় পর পেপাল অ্যাকাউন্টটি কিছু অ্যামাউন্টসহ Lock করে দিতে পারে। এ ক্ষেত্রে যে নামে অ্যাকাউন্ট, সে নামে ইন্টারন্যাশনাল কার্ড অথবা পাইওনিয়ার কার্ড থাকলে ভালো।

তবে না থাকলে অন্য এক ব্যবস্থায় অ্যাকাউন্টটি সচল রাখতে পারেন। পেপাল সাধারণত payment sending অপশনটি লক করে রাখে। আপনি ইচ্ছা করলে এই অর্থ দিয়ে অনলাইনে কেনাকাটা করতে পারেন। কিন্তু অনেক পেমেন্ট পদ্ধতি unverifyed locked পেপাল অ্যাকউন্টকে প্রতারণা হিসেবে ধরতে পারেন। এ ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হলো, আপনার কোনো পরিচিতজনকে খুঁজে বের করা, যাঁর verifyed পেপাল অ্যাকাউন্ট আছে। ওই পরিচিত ব্যক্তির ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট থেকে আপনার পেপাল অ্যাকাউন্টের ই-মেইলে একটি payment request পাঠান। তারপর আপনার ই-মেইলে একটি payment request আসবে। এখন এ ই-মেইল থেকে pay now বাটনে ক্লিক করুন এবং pay করুন। আশা করা যায়, সফল হবেন। পরে পরিচিতজন থেকে আপনার অর্থ সংগ্রহ করুন। বাংলাদেশে পেপাল চালু হওয়ার আগ পর্যন্ত কেউ এ ধরনের সমস্যায় পড়লে এ পদ্ধতি ব্যবহার করতে পারেন।